Gyan Pradeep Coaching Centre, Sonai Road, Silchar-6 adjecent to GO-DOWN of SUN BEAM GAS AGENCY, hurry and enroll your name for your best result, you can contact us at 9954132129,7002141230

Friday, 4 September 2020

 

আবেদন পত্র/দরখাস্ত

 আবেদন বা দরখাস্ত লেখার নিয়মকানুনঃ

১। তারিখ (যে সময়ে দরখাস্ত লিখছেন দিনের তারিখ)

২। সম্বোধন (বরাবর/ মাননীয় লিখে যার কাছে দরখাস্ত লিখবেন তার পদ/উপাধি লিখবেন)

৩। প্রতিষ্ঠানের নাম (জার কাছে দরখাস্ত লিখছেন তার প্রতিষ্ঠানের নাম লিখবেন)

৪। স্থানের নাম (যার কাছে দরখাস্ত লিখছেন তার প্রতিষ্ঠানের স্থানের নাম লিখতে হবে।)

৫। বিষয় (যে বিষয়ে লিখতে চান তা উল্লেখ করতে হবে )

৬। মহোদয় লিখে দরখাস্তের মূল অংশ লিখতে হবে।

৭। অতএব লেখার পর মূল বক্তব্য তুলে ধরতে হবে।

৮। নিবেদক/নিবেদিতা লিখে পরিচয় তুলে ধরতে হবে।

বিনা বেতনে অধ্যয়নের আবেদন পত্র

১২ সেপ্টেম্বর, ২০২০ ইং

মাননীয়

অধ্যক্ষ মহোদয়

মোঃ ইয়াছিন চৌধুরী হাই স্কুল

সোনাই রোড, কাছাড়।

বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

মহোদয়,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যলয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আমর বাবা একজন গরীব কৃষক। আমরা চার ভাই-বোন আমর বাবর পক্ষে সমস্ত পরিবারের ব্যয়ভার বহন করা খুবই কষ্ঠ সাধ্য। তাই আমি বিনা বেতনে অধ্যয়ন করতে চাই

অতএব, আমকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়ে আমার পড়ালেখা বেগবান করতে আপনার একান্ত মর্জি কামনা করছি 

নিবেদক

আপনার অনুগত ছাত্র

আব্দুল রশিদ তালুকদার।

 

 

                                                                

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment